অনেক সময় আমরা ইংরেজি বানান উচ্চারণ করলে দেখে থাকি যে বিভিন্ন letter এর উচ্চারণ হই না। তার কারণ কি??  যেমন সাইকোলজি এর ইংরেজি বানানের প্রথমে যে p letter টা আছে তার উচ্চারণ এখানে হইনি।     
Share with your friends
সময়

Call

আপনি ইংরেজির  সুক্ষ্ম একটি বিষয় নিয়ে জানতে চেয়েছেন। আমরা জানি ইংরেজি বর্ণ ২৬ টি, কিন্তু আপনি হয়তো জানেন ইংরেজি বর্ণমালার উচ্চারণ হয় ৪৪ -৪৫ রকমের। আমরা যারা Native না, তারা হয়তো সারা জীবন একটা শব্দ একইভাবে উচ্চারণ করে গেলাম, হঠাৎ করে কোন মুভিতে শুনলাম শব্দ টি অন‍্যরকম।  অনুচ্চারিত বর্ণ গুলো কে Silent letter বলা হয়। অনেক ক্ষেত্রেই আপনি এর ব‍্যবহার পাবেন। আপনি যে উদাহরণ দিয়েছেন সেখানে আসলে Psy একসাথে সাই হিসেবে উচ্চারণ করতে হচ্ছে। Hour এর ক্ষেত্রে ও h silent থাকছে। এগুলো আসলে বিভিন্ন ভাষার বৈশিষ্ট্য। অন‍্য ভাষার বৈশিষ্ট্য জানতে চাইলে বেশি বেশি করে ঐ ভাষা শুনতে, ঐ ভাষায় তৈরি মুভি দেখতে হবে। আমাদের বাংলা ভাষায় ও কিন্তু এমনটা হতে দেখা যায়। আমাদের ও কিন্তু ই,ঈ, বা উ, ঊ রয়েছে যার পার্থক্য বুঝতে ভিন্ন ভাষাভাষী মানুষের জন্য অতটা সহজ নয়। আশা করি বুঝতে পারছেন।

Talk Doctor Online in Bissoy App