করে এই দুনিয়ার সুখে শান্তিতে থাকার কি কি করতে হবে   
শেয়ার করুন বন্ধুর সাথে

দুনিয়া ও আখিরাত উভয় স্থানেই ভালো থাকতে হলে আমাকে আপনাকে ইসলামী অনুশাসন মেনে চলতে হবে। ইসলামীক কাজ করতে হবে এবং অনৈসলামিক কাজ থেকে বিরত থাকতে হবে। তাহলেই আমরা আল্লাহর রহমতপ্রাপ্ত হবো। সবসময় শান্তিতে থাকতে পারবো। যারা খারাপ মানুষ তারা মৃত‍্যুকে ভয় পায় এই ভেবে যে, মৃত্যুর পর তাদের কৃতকর্মের দরুন আখিরাতে কঠিন আজাব শুরু হয়ে যাবে, তাই তারা মৃত্যু থেকে বাঁচতে চেষ্টা করে। কিন্তু মৃত্যু থেকে বাঁচা কোনোভাবেই সম্ভব নয়, কেউ কখনো পারেনি আর পারবেও না। কারণ, "প্রত‍্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে" পবিত্র কুরআনের কথা চিরন্তন সত্য। পক্ষান্তরে, যারা ভালো মানুষ, তারা মৃত‍্যুকে কখনোই ভয় পায় না, তারা কেবল আল্লাহকেই ভয় পায়। মৃত‍্যুকে তারা হাসিমুখে আলিঙ্গন করে নেয়। স্বাভাবিক নেক মৃত্যুর মাধ্যমে স্রষ্টার কাছে যেতে তারা সর্বদাই প্রস্তুত থাকে। পরকালে আল্লাহর কঠিন শাস্তিকে ভয় করে দুনিয়াতে তারা ভালো কাজ করে। তারা আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে জান্নাতে যেতে যায়। মনে রাখবেন, দুনিয়া মুমিনদের জন‍্য জেলখানা আর কাফেরদের জন‍্য জান্নাত। পক্ষান্তরে, আখিরাত মুমিনদের জন‍্য জান্নাত আর কাফেরদের জন‍্য জেলখানা। দুনিয়াকে জান্নাত মনে করে কাফেররা দুনিয়াকে ছাড়তে চায় না, মৃত‍্যুকে আলিঙ্গন করতে ভয় পায়, মৃত্যু থেকে বাঁচতে চায়। পক্ষান্তরে, দুনিয়াকে জেলখানা মনে করে মুমিনরা দুনিয়াকে ছাড়তে চায়, মৃত‍্যুকে আলিঙ্গন করতে ভয় পায় না, মৃত্যু থেকে বাঁচতে চায় না। মৃত্যু স্বাভাবিকভাবে যখনই আসুক, তারা আল্লাহর কাছে যেতে সর্বদা প্রস্তুত থাকে। মুমিনদের জন‍্য এই পৃথিবীর দুঃখ-কষ্ট কিছুই না, মৃত্যুর পর যাতে চিরসুখী হতে পারে, সর্বদা তারা সেই চেষ্টাই করে থাকে। ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ