হ্যা এটা সম্ভব এটা শরীরের হরমোনেই বলে দিবে যে বাচ্চা কার

Talk Doctor Online in Bissoy App

অবশ্যই শনাক্ত করা যাবে। আমরা জানি, পৃথিবীতে কোনো মানুষের ডিএনএ পুরোপুরি একই নয়। তবুও মাতা, পিতা ও সন্তানের ডিএনএ এর ডাবল হেলিক্সে অধিকাংশ মিলে যায়। তাই সন্তানের মাতাপিতা শনাক্ত করা যায়।এতে ১০০% শতাংশ নিশ্চিত হওয়া যাবে না যে কোনো ব্যক্তি ওই সন্তানেরই পিতামাতা। তবে প্রায় মিল বিশিষ্ট ডিএনএধারী মানুষ একই দেশে একই জায়গায় থাকা অসম্ভব। তাই যিনি বা যারা দাবী করেন তারা সন্তানের পিতামাতা তাদের ডিএনএর সাথে সন্তানের ডিএনএর অধিকাংশ মিল থাকলে তবে শনাক্ত করা যায়।

Talk Doctor Online in Bissoy App