শেয়ার করুন বন্ধুর সাথে
Najmuljs7

Call

'পটু' কবিতায় ছাগলের তিন নম্বর বাচ্চা বলতে বুঝানো হয়েছে যে- ভীরু ,দুর্বল, অসহায় ব্যক্তি।


আর আঞ্চলিক ভাষায় ছাগলের তিন নাম্বার বাচ্চা হচ্ছে- বান্দর, লেঙ্গুর,  শয়তান অর্থাৎ দুষ্ট পোলাপান।  

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ছাগলের ৩ নম্বর বাচ্চা বলতে আমরা অনেক গল্প শুনেছি যেমন : একটি ছাগলের তিনটি বাচ্চা থাকে ২ টি মায়ের দুধ খেয়ে লাফায় আর একটি না খেয়ে লাফায় কাওকে বুঝতে দেয় না। আবার আমাদের সমাজে কেউ কিছু জেনে লাফায় কেউ না জেনে। অর্থ্যাৎ যারা উড়ো কথায় কান দেয় তাদের ছাগলের ৩ নম্বর বাচ্চা বলা হয়। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Waruf

Call

নাম কি তাতো বলতে পারছিনা তবে ছাগলের তিন নাম্বার বাচ্চা বলতে বোঝায় উপরি ভালবাসা,বাস্তবে নাই। ব্যাখ্যাটা হচ্ছে ১ম ২য় বাচ্চা ছাগলের দুই পাশে দুটো বাটের দুধ পায় কিন্তু ৩নাম্বার কেউ থাকলে ছাগল তাকে মুখের কাছে নিয়া চেটে পুটে একটু আদর দেয়, কিন্তু ক্ষুদা মিটাবার দুধ দেয়না।

এমনি আপনি হয়ত দুজনের ভেতর এমন ভাবে আছেন যে উপরে আপনাকে ভালবাসে কিন্তু বাস্তবে আপনি কিছুই পাননা, শুধু নিরবে চেয়ে চেয়ে দেখে যান। নিশ্চয় বুঝতে পারছেন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ছাগলের তিন নম্বর বাচ্চা বলতে বোকা নির্বোধ ব্যাক্তিকে বোঝায়। কারণ তিন নম্বর বাচ্চা যেমন দুধ না পেয়েও অন্য দুটোর সাথে আনন্দে লাফায়, ঠিক তেমনি বোকা নির্বোধ লোকেরাও কোন কিছু ঘটলে বা শুনলে না জেনে না শুনে না বুঝে হৈহুল্লোড় করতে থাকে। আর পরবর্তীতে লজ্জায় পড়ে যায়, যখন বুঝতে পারে ঘটনা সে রকম নয়, যে রকম সে বুঝেছিলো।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

নাম কি তাতো বলতে পারছিনা তবে ছাগলের তিন নাম্বার বাচ্চা শব্দটি দ্বারা আমারা রুপক ভাবে ব্যাবহার করে থাকি। প্রতক্ষ্য ভাবে আমার দেখি একটা ছাগলের যদি তিনটি বাচ্চা থাকে তবে  ১ম ২য় বাচ্চা ছাগলের দুই পাশে দুটো বাটের দুধ পায় কিন্তু ৩য় নাম্বার বাচ্চাটি বাট মুখে না পেলেও লাফালাফি বা ফালাফালি যাই বলিনা কেন করে থাকে। 

এরুপ মানুষের মাঝে যারা না বুঝে বা কারো কথার প্রতি বা মনোযোগের প্রতি গুরুত্ব না দিয়ে তার কথা দ্বিধাহীন ভাবে বলে থাকে  তখন আমার সেই লোকটিকে বলে থাকি ছাগলের তিন নম্বর বাচ্চা।

রাজনীতি অঙ্গনে এরুপ বাচ্চা বর্তমান প্রতক্ষ্য আমার নিরাপত্তার স্বার্থে নাম বলতে পারছিনা। তবে যদি আমার যদি ছাগলের তিন নাম্বার বাচ্চার সংজ্ঞার সাথে কেউ মিলে যায় তার নামি হবে আপনার কাঙ্ক্ষিত উত্তর।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ছাগলের তিন নম্বর বাচ্চা বলতে বোঝা- যে না বুঝে লাফায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি ছাগলের প্রথম দুইটি বাচ্চার নাম বলে দেন ,আমি ছাগলের তিন নাম্বার বাচ্চার নাম বলবো । 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আমাদের পাশের বাড়ির এক ব‍্যক্তির একটি ছাগল ও একটি ছাগলী রয়েছে। ছাগলটির নাম 'চাঁদু' আর ছাগলীটির নাম তিনি 'সোনালী' রেখেছেন। 'সোনালী' নামক ছাগলীটির তিনটি মেয়ে বাচ্চা রয়েছে। তাদের নাম তিনি যথাক্রমে দুধুনি, আদুরি ও কুহেলী রেখেছেন। সুতরাং, ছাগলীটির তিন নম্বর বাচ্চার নাম কুহেলী। ছাগলের কখনো বাচ্চা হয় না, ছাগলীর বাচ্চা হয়। ছাগল বা ছাগলী, উভয়ই বোকা শান্ত স্বভাবের প্রাণী। তাই ছাগলীর যত নাম্বার বাচ্চাই বলা হোক না কেনো, ছাগল-ছাগলী বলতে বোকা শান্ত স্বভাবের প্রাণীকে বুঝায়। কেউ যদি কাউকে হেয় করে ছাগলের তিন নাম্বার বাচ্চা (অতি নির্বোধ) বলে গালি দেয়, তাহলে সে অবশ‍্যই গুনাহগার হবে। কেননা, ইসলামে খারাপ আচরণ বা খারাপ ভাষা অগ্রহণযোগ‍্য। ধন‍্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ