কুরআন হাদিস ইজমা' কিয়াসের রেফারেন্স সহ উত্তর জানতে চাই
শেয়ার করুন বন্ধুর সাথে

এক্ষেত্র সমাধান হলো দেখতে হবে ছাগলটির বৈশিষ্ট্য দেখে,যদি ছাগল টির আচরণ কি কুকুরের মতো নাকি ছাগলের মতো, যেমন সেটি কিভাবে পানি পান করে কুকুরের মতো নাকি ছাগলের মতো যদি ছাগলের মতো হয় তবে তা খাওয়া জায়েজ,আর আছে সেটি কি গিলিয়াও চিবায়?/?যদি চিবায় তবে তা খাওয়া জায়েজ। (বিঃদ্রঃ মাসিক আদর্শ নারী থেকে নেওয়া)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ছাগলের বাচ্চা যদি কুকুরের দুধ পান করে বড় হয় তাহলে এ বাচ্চার গোশত আহারের বিধান তার গোশতের গন্ধের উপর নির্ভর করবে। যদি কুকুরের দুধ পানা করার কারণে ছাগলের গোশতের স্বাভাবিক গন্ধ পরিবর্তন হয়ে যায় তাহলে সেটা খাওয়া যাবে না। আর যদি গোশতের গন্ধ পরিবর্তন না হয় তাহলে খাওয়া যাবে। এ কারণে এ ধরনের ছাগল শাবককে ৪০-৫০ দিন পবিত্র খাবার খাইয়ে তারপর জবাই করার কথা বলা হয়। যাতে গোশতের দুর্গন্ধ দূরীভূত হয়ে যায়। এ ধরনের ছাগল শাবকের ব্যাপারে ইমাম আবু হানিফা, ইমাম শাফী ও ইমাম আহমদ এর বক্তব্য প্রায় কাছাকাছি। http://fatwa.islamweb.net/fatwa/index.php?page=showfatwa&Option=FatwaId&Id=19557

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ