যাদের ক্ষুদ্রান্তের প্রথম অংশের আলসার আছে তথা ডিউডেনাল আলসার আছে তাদের অথবা যাদের কোলেসিসটিসিস তথা গলব্লাডারের সমস্যা আছে তাদের উচিত দুধ খাওয়া থেকে বিরত থাকা । কারণ এটি রোগ আরো বাড়িয়ে দিতে পারে । আর যারা পাকস্থলির আলসারে আক্রান্ত তাদেরও উচিত দুধ থাওয়া থেকে বিরত থাকা । কারণ এতে পেটব্যাথা বা ডায়রিয়া হতে পারে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ