আমি একদল মহিলা লোকদেরকে সালাম দেই...কিন্তু সালামের উচ্চারণে ভুল করে বসি...তারপর আবার সালাম দিতে চাইলাম.. কিন্তু ঐ সকল লোকে কি বলবে বা লোকলজ্জার ভয়ের জন্য পুনরায় আর সালাম দেইনি এখন এ কাজটি কি রিয়ার মধ্যে পড়ে যাবে?
শেয়ার করুন বন্ধুর সাথে
Call
  • না বরং নিজেকে সংবরণ করে ভাল কাজই করলেন। 
  • এক্ষেত্রে আপনার যে লোকলজ্জা ছিলো তা মূলত তারা যে একটি খারাপ ধারণা করে বসবে সে দিকে লক্ষ্য রেখে। 
  • ইসলামে এই খারাপ ধারণার ব্যপারে কঠোর নিষেধাজ্ঞা আছে। অর্থাত্ এক মুসলিমানের প্রতি অন্য মুসলিম ভাইয়ের খারাপ ধারণা পোষণ। আপনি সালাম না দিয়ে আপনার মুসলিম ভাইকে গুনাহ থেকে বাচিয়ে দিলেন। 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ