বাংলাদেশের সেমিফাইনাল খেলার সমীকরণঃ রাউন্ড ববিন পর্বের ১৯ টি ম্যাচ এখনো বাকি আছে। এখনো পর্যন্ত টপ ৪ এ থাকা দলগুলোর (যারা আমাদের দুশ্চিন্তার কারণ) পরিসংখ্যান দেখুনঃ ১. অস্ট্রেলিয়া(৬ ম্যাচে ১০ পয়েন্টস) : সেমিতে যেতে আরো মিনিমাম ২ পয়েন্ট লাগবে।১ পয়েন্ট পেলে রানরেটের হিসাব হবে। বাকি ম্যাচগুলোর প্রতিপক্ষ ইংল্যান্ড,নিউজিল্যান্ড,আফ্রিকা। এক্ষেত্রে আফ্রিকা যদি কিছু করে দেখাতে পারে আমাদের ভাগ্য খুলবে।আর ইংল্যান্ড, নিউজিল্যান্ড ম্যাচে অজিদের পরাজয় টা খুব ই সম্ভব ২. নিউজিল্যান্ড (৫ ম্যাচে ৯ পয়েন্টস) : সেমিতে যেতে আরো ৩ পয়েন্ট লাগবে মিনিমাম। ২ পয়েন্ট পেলে রানরেটের হিসাব হবে। প্রতিপক্ষ হিসেবে বাকি আছে উইন্ডিজ,পাকিস্তান,অস্ট্রেলিয়া, ইংল্যান্ড। এদের মধ্যে অজি আর ইংলিশ দের কাছে হার টা ক্রিকেটীয় কাম্য। উইন্ডিজ যথেষ্ট স্ট্রং টীম ওদের হারানোর মত। আর পাকিস্তান যদি তাদের আনপ্রেডিক্টেবল তকমা টা ওদের সাথে গায়ে জড়াতে পারে তবে আমাদের ভাগ্য খুললো!! একটা জয় পেতেই হবে নিউজিল্যান্ড কে। মরণকামড় দেয়াই যাই ৩. ইংল্যান্ড ( ৫ ম্যাচে ৮ পয়েন্টস) : সেমিতে যেতে এখনো ৪ পয়েন্ট দরকার। ৩ পয়েন্টে রান রেট হিসেব হবে। প্রতিপক্ষ হিসেবে বাকি আছে শ্রীলংকা,নিউজিল্যান্ড,ইন্ডিয়া, অস্ট্রেলিয়া। লাস্ট ৩ টা ম্যাচ যে মোটেও সহজ হবেনা সেটা আমরা ধরতে পারি। ক্রিকেটে সব ই সম্ভব তবে শ্রীলংকার সাথে জয়টা সবাই ধরে নেই। সেক্ষেত্রে সেমিতে যেতে অই স্ট্রং ৩ টীমের এক টা কে হারাতেই হবে। এখানেও আমাদের প্রার্থনা থাকবে সবগুলা হারের। এটা অসম্ভব ও না। কারণ টপ ৪ এর বাকি ৩ টীম স্টীল ওদের সাথে খেলার বাকি আছে। ৪. ইন্ডিয়া (৪ ম্যাচে ৭ পয়েন্টস): সেমিতে যেতে আরো ৫ পয়েন্ট লাগবে মিনিমাম। অর্থাত ৩ টি ম্যাচে জয় লাগবে আরো। প্রতিপক্ষ হিসেবে বাকি আছে উইন্ডিজ,বাংলাদে শ,শ্রীলংকা,আফগা নিস্তান,ইংল্যান্ড। এখানে ইন্ডিয়া কে আটকানোর কোনো সম্ভাবনা দেখিনা আমরা শ্রীলংকা,আফগানি স্তান দুই ম্যাচ শিওর উইন বলা যায়। আর আমরা যেহেতু সব ম্যাচে জিতবো ধরে সমীকরণ করতেসি তাই আমাদের সাথে হারবে। বাকি রইলো উইন্ডিজ,ইংল্যান্ড। এখানে ইংল্যান্ড এর সাথে ম্যাচ টা হারলে অবাক এর কিছুই নেই। আর উইন্ডিজ যদি তাদের গেইল,রাসেল,হিটম ায়ার,হোপ দের কল্যানে ওদের হারাতে পারে তবে আমাদের প্লাস পয়েন্ট। আমাদের সবগুলা জিততে হবে সেটা ফরজ মেনে নিয়েই এই সমীকরণ করা। সেক্ষেত্রে আমাদের পয়েন্ট থাকবে ১১! ক্রিকেট অনিশ্চয়তায় ভরপুর গৌরবময় খেলা। তবু আমার দল কে সেমিতে দেখতে চাই যেকোনো মূল্যে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ