শেয়ার করুন বন্ধুর সাথে
আপনি প্রতিদিন আদা,কালোজিরা, দারচিনি, লবঙ্গ, রসুন কেটে টুকরো টুকরো করে পানি দিয়ে গিলে খান। খাটিঁ মধু খেতে পারেন। আর নিয়মিত পুষ্টিকর খাবার গ্রহণ করুন, প্রতিদিন দুধ, ডিম, কলা, প্রোটিন জাতীয় খাদ্র বেশি কর খান। পর্যাপ্ত পরিমানে পানি পান করু রাতে ৭-৮ ঘন্টা ঘুমান। টেবলেট স্পামার্টিন ২টি টেবলেট দিনে দুইবা খাবেন। ইনস্পার্ম টেবলেট ২টি টেবলেট দুইবার খাবেন। এইভাবে ৩০-৬০ দিন সেবন করুন। অবহেলা করবেন না রোগটা এত সাধারণ না। আর হামদর্দ ডাক্তারের পরামর্শ নিতে পারেন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

দ্রত বীর্যপাত থেকে বাচার উপায় হলো দুশ্চিন্তা মুক্ত থাকা। আপনি হামদর্দ ডাক্তার এর পরামর্শে হামদর্দ এর "মাজুন মুগাল্লিজ" সহবাসের আগে মধু বা দুধ দিয়ে খাবেন। পাশাপাশি নিয়মিত সকালে কালিজিরা মধু দিয়ে বা পানের সাথে খাবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ