শেয়ার করুন বন্ধুর সাথে

সাদা সামান্য আঠালো জিনিস বের হলে গোসল ফরজ হয়না। কেননা, এটা মযী, যা বের হলে ওযু করতে হয়; গোসল নয়। আর এটা নাপাক বিধায় শরীরে বা কাপড়ে লাগলে ধুয়ে ফেলা আবশ্যক । َﻝﺎَﻗ ،ٍﻒْﻴَﻨُﺣ ِﻦْﺑ ِﻞْﻬَﺳ ْﻦَﻋ ِﻯْﺬَﻤْﻟﺍ َﻦِﻣ ﻰَﻘْﻟَﺃ ُﺖْﻨُﻛ ُﻪْﻨِﻣ ُﺮِﺜْﻛُﺃ ُﺖْﻨُﻛَﻭ ًﺓَّﺪِﺷ َﻝﻮُﺳَﺭ ُﺖْﻟَﺄَﺴَﻓ َﻝﺎَﺴِﺘْﻏِﻻﺍ : َﻝﺎَﻘَﻓ َﻚِﻟَﺫ ْﻦَﻋ ﷺ ِﻪَّﻠﻟﺍ َﻚِﻟَﺫ ْﻦِﻣ َﻚﻳِﺰْﺠُﻳ ﺎَﻤَّﻧِﺇ ﺎَﻳ ُﺖْﻠُﻗ . ُﺀﻮُﺿُﻮْﻟﺍ ﺎَﻤِﺑ َﻒْﻴَﻜَﻓ ِﻪَّﻠﻟﺍ َﻝﻮُﺳَﺭ : َﻝﺎَﻗ ُﻪْﻨِﻣ ﻲِﺑْﻮَﺛ ُﺐﻴِﺼُﻳ ﺎًّﻔَﻛ َﺬُﺧْﺄَﺗ ْﻥَﺄِﺑ َﻚﻴِﻔْﻜَﻳ ْﻦِﻣ ﺎَﻬِﺑ َﺢَﻀْﻨَﺘَﻓ ٍﺀﺎَﻣ ْﻦِﻣ ُﻪَّﻧَﺃ ﻯَﺮُﺗ ُﺚْﻴَﺣ َﻚِﺑْﻮَﺛ ُﻪَﺑﺎَﺻَﺃ সাহল ইবনু হুসাইফ রাযি. হতে বর্ণিত, তিনি বলেছেন, আমার অত্যধিক মযী নির্গত হত তাই আমি অধিক গোসল করতাম। অতঃপর আমি এ ব্যাপারে রাসূলুল্লাহ ﷺ-কে জিজ্ঞাসা করি তিনি বলেন, মযী বের হওয়ার পর অযু করাই যথেষ্ট। তখন আমি বলি, ইয়া রাসূলুল্লাহ্! আমার কাপড়ে মযী লাগলে কি করব? তিনি বলেন, কাপড়ের যে যে স্থানে মযীর নিদর্শন দেখবে, এক আজলা পানি নিয়ে উক্ত স্থান ধুয়ে নিবে, যাতে তা দূরীভূত হয়। (আবু দাউদ ২১০)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আর কামরস বা মযী নাপাক। এটি শরীরে লাগলে ধুয়ে ফেলা ফরয। কামরস বের হলে ওযু ভেঙ্গে যাবে। কামরস বের হওয়ার কারণে গোসল ফরয হয় না। আলী (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বীর্যরস প্রসঙ্গে প্রশ্ন করলাম। তিনি বলেনঃ বীর্যরস বের হলে ওযু করতে হবে এবং বীর্যপাত হলে গোসল করতে হবে। (সূনান আত তিরমিজী হাদিস নম্বরঃ ১১৪ ইবনু মাজাহঃ ৫০৪ হাদিসের মানঃ সহিহ)।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ