শেয়ার করুন বন্ধুর সাথে
Call

বৈষম্য ভেদ্য পর্দা ও আংশিক বৈষম্য ভেদ্য পর্দা হলো অভিশ্রবন প্রক্রিয়ায় ব্যবহৃত দুই ধরনের পর্দার নাম। যে পর্দার ভেতর দিয়ে দ্রব্য ও দ্রাবকের অনুগুলো উভয়ই চলাচল করতে পারে তাকে বৈষম্য ভেদ্য পর্দা বলে। আর যে পর্দার ভেতর দিয়ে শুধুমাত্র দ্রাবকের অনুগুলো চলাচলা করতে পারে তাকে আংশিক বৈষম্য ভেদ্য পর্দা বলে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ