RushaIslam

Call

ছানি একটি চোখের রোগ যেখানে চোখের ক্রিস্টাল পরিষ্কার লেন্স অসচ্ছ কিংবা ঘোলা হয়ে যায় এবং লেন্সে সাদা দাগ পড়ে যায়।এটি নানান কারণে হতে পারে যেমন চোখের দীর্ঘমেয়াদী ইনফেকশন বা ইনফ্লামেশন,বংশগত, অতিরিক্ত তাপ, দীর্ঘ সময় রোদে কাজ করার ফলে সূর্যের ইউভি রশ্মির প্রভাবে,ডায়াবেটিস, চোখ মায়োপিয়া থাকলে ইত্যাদি। সরকারিতে এটি অপারেশন করালে ৮হাজারের মধ্যে হয়ে যেতে পারে। বেসরকারি তে করালে ১৫ হাজারের উপরে লাগবে।আর এটি করার পরে নির্দিষ্ট কোনো বাধাবিশেষ নেই। উচ্চরক্তচাপ ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা উত্তম। নেশাদ্রব্য সেবন বন্ধ করতে হবে।

Talk Doctor Online in Bissoy App