কোনটি দ্বারা কি বুঝায়?
শেয়ার করুন বন্ধুর সাথে

এগুলোর মধ্যে আকাসম পার্থক্য বিদ্যমান।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
RushaIslam

Call

★জ্ঞান হল হল পরিচিতি থাকা, কোন কিছু সম্পর্কে বা কারো বিষয়ে জেনে থাকা বা বুঝে থাকা, হতে পারে কোন কিছুর প্রকৃত অবস্থা, তথ্য, বিবরণ, বা গুনাবলী সম্পর্কে জ্ঞান থাকা, যেটি অর্জিত হয়েছে উপলব্ধির মাধ্যমে, অনুসন্ধানের মাধ্যমে বা শিক্ষা গ্রহণের ফলে অভিজ্ঞ হওয়ায় বা পড়াশুনা করে। ★বিবেক মানে যে ভাল মন্দ বোঝার ক্ষমতা সেটা নিয়ে কোন দ্বিমত নেই। ★জীবনে নতুন ক্ষমতা ও পরিস্থিতির সাথে অভিযোজন করার সাধারণত ক্ষমতাই হল বুদ্ধি। ★বিচক্ষণতা মানে হল চটজলদি বুদ্ধিমত্তা। এই ৪টির মধ্যে পার্থক্য আপনি তাদের সংগা থেকেই খুঁজে পাবেন। প্রতিটি শব্দ আলাদা আলাদা সংকেত বহন করে। ★জ্ঞান  দ্বারা কোনো কিছু বোঝার বা অর্জনের ক্ষমতা বোঝায়। ★বিবেক দ্বারা মানুষের অন্তরের সুপ্ত চিন্তা এবং স্বীকারোক্তি কে বোঝায়। ★বুদ্ধি দ্বারা যেকোনো কিছুর সাথে খাপ খাইয়ে বা মানিয়ে নিয়ে নিজেকে চালনা করা বোঝায়। ★ বিচক্ষণতার মাধ্যমে চলটজলটি কোনো কিছু থেকে উতরে যাওয়া বা মোকাবিলা বোঝায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ