শেয়ার করুন বন্ধুর সাথে

গ্যাস্ট্রিকঃ- পেটে অধিক তৈলাক্ত খাবার খাওয়ার কারণে হজম করতে অন্ত্র অধিক হাইড্রোক্লোরিক এসিড উৎপন্ন করে। ফলে অতিরিক্ত এসিডিটি বা গ্যাস্টিক হয়। আলসারঃ- আমাদের অন্ত্র/পাকস্থলী অনবরত HCl তৈরি করতে থাকে। আমাদের পেটের সব খাবার হজম হয়ে গেলেও উৎপাদন চলতে থাকে। তখন তা পাকস্থলীর দেওয়ালে জমা হয় আর কোষের ক্ষতি করে। দীর্ঘদিন ধরে এ অবস্থা চলতে থাকলে  একে আলসার বলে। ক্যান্সারঃ- ক্যান্সার হলো কোষের অতিবৃদ্ধির ফল। কোষের প্রোটিন অণুসমূহ কোনভাবে স্থানচ্যুত হয়ে গেলে তখন নিয়ন্ত্রণহীনভাবে কোষ বাড়তে থাকে প ভাইরাস সৃষ্টি হয়।  

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ