Call

অটোমেটিক ভোল্টেজ স্টাবিলাইজার যেকোনো বিদ্যুৎ এর ভোল্টেজকে স্থিতিশীল রাখে অর্থাৎ ইনপুট ভোল্টেজ যত বেশি বা কমই হক আউটপুট ভোল্টেজ ২২০ v প্রয়োজন হলে ২২০ v ভোল্টেজেই রাখে। আর ভোল্টেজ প্রোটেক্টর যেকোনো উচ্চ ভোল্টেজ থেকে যন্ত্রপাতিকে রক্ষা করে। সাধারনত যেকোন ইলেকট্রনিকস যন্ত্রপাতি (২৫০ ভ) বিদ্যুৎ পর্যন্ত ভালো থাকে। এর বেশি ভোল্টেজ হলে প্রটেক্টর বিদ্যুৎ প্রবাহ বন্ধ করে দেয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ