শেয়ার করুন বন্ধুর সাথে
RushaIslam

Call

গুছিয়ে কথা বলতে না পারার অন্যতম কারণ হল খুব বেশি Nervous feel করা। আপনি কথাটা বলার আগেই ধরে নেন যে অন্যজন হয়তো কথাটা খারাপভাবে নিবে। আমার Suggestion হল, পারতপক্ষে শ্রোতার মুখের দিকে কম তাকাবেন, নিজের চোখ অন্য দিকে রাখুন। পুরো Focus টা নিজের কথায় দিন। আর নিজের মুখের Expression এ control আনুন। facial expression খুব খারাপ একটা জিনিস, আবার খুব ভালোও। আপনি ভাল কথা বলবেন কিন্তু expression ঠিক দিবেন না, আপনার কথা খারাপ ভাবে নিবে। আবার খারাপ কথা ভাল expression নিয়ে বলুন, কিছু মনেই করবে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ