AMahbub

Call

ভাই প্রশ্নটি করার জন্য আপনাকে ধন্যবাদ । আপনি যা বোঝাতে চেয়েছেন , মুমিন জ্বীন দিয়ে যাদুক্রান্ত ব্যক্তিকে চিকিৎসা করানো হালাল না হারাম । আসলে প্রথমে আপনার নিয়্যত আর ইখলাস ঠিক থাকতে হবে । আল্লাহর সন্তুষ্টির জন্য আমল গুলো করাতে হবে ঐ মুমিন জ্বীন দ্বারা । আর মুমিন জ্বীনকে দিয়ে আমলটা করানোর মানে হলো তার মধ্যে বুযুগি । এটা করানো জায়েয । আমার নিজের বোনকেও জ্বাদু করেছিল এক বখাটে । তখন আমরা এক হজুর জ্বীন কে দ্বারা আমল করিয়েছিলাম । তারপর আল্লাহ তায়ালা কবুল করেছেন । অবশ্য নিজে আমল করলে যে ফল পাওয়া যাবেনা তা না , শত হলো আল্লাহর হুকুম মানতে হবে । নবীজির সুন্নত অনুযায়ী আমল করতে হবে । কিন্তু এটা তো সবাই পারেনা । অতএব আমি জানি এটা বৈধ ।কিন্তু বিশ্বাস রাখবেন ভালো করার মালিক একমাত্র আল্লাহ ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ