NPArshad

Call

ইসলামি শরিয়ত অনুযায়ী মোবাইলের মাধ্যমে তালাক গ্রহণযোগ্য নয় বা এর কোন ভিত্তি নেই। কেননা এর কোন সাক্ষী বা প্রমান নেই তাছাড়া স্বামী এবং স্ত্রী চাক্ষুস মুখোমুখি অবস্থান করছে না। ইসলামে স্বামী যদি স্ত্রীকে ১তালাক দেয় তাহলে পরবর্তীতে সে আবার তার স্ত্রীকে গ্রহণ করতে পারবে। যদি দুই তালাক দেয় তাহলেও সে তার স্ত্রীকে গ্রহণ করতে পারবে। তবে এ ক্ষেত্রে কতিপয় নিয়মকানুন মেনে এবং স্ত্রীকে ভর্তুকি দিয়ে গ্রহণ করতে হবে। কিন্তু যদি তিন তালাক দিয়ে থাকে তাহলে এক্ষত্রে তার স্ত্রীকে গ্রহণ করার নিয়মটা একটু কঠিন। আর তা হল স্বামী নিজে তার স্ত্রীকে অন্য পুরুষের হাতে সম্প্রদান করবেন। এবং তার স্ত্রী ঐ পুরুষের সাথে সহবাস এবং সংসার যাপন করবেন। অতঃপর ঐ পুরুষ যদি স্বেচ্ছায় কিংবা অনিচ্ছায় তার স্ত্রীকে তিন তালাক প্রদাণ করেন তবেই সে তার স্ত্রীকে গ্রহণ করতে পারবে। ইসলামে তালাককে নিচু এবং নিকৃষ্ট চোখে দেখা হয়। ইসলাম তালাককে সমর্থন করতে নাজুক। তালাক এমনই একটা খারাপ শব্দ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ