Call

আলাদা,,  জ্বীনকে  মানুষের মতই আল্লাহতালা'র ইবাদত করার জন্য  তৈরি করেছেন


0

সর্বোত্তম উত্তর
পৃথিবীতে শয়তান ১ জন। আমাদের ধোকা দেয় তারা হল বদ জ্বীন। বদ জ্বীন মানুষের চেয়ে সংখ্যায় প্রায় ৭০ গুন বেশি।আরেক প্রকার জ্বীন হল ভাল জ্বীন। তাফসির কারকের মতে শয়তান পানির উপরে সিংহাসনে বসে হুকুম করে। বদ জ্বীন রাতে গিয়ে তার কাছে প্রশংসা করে যে আমি অমুক করছি, তমুক করছি। কুরআনেই আছে
শয়তানও জ্বীন। মানুষের আগের জাতি হল জ্বীন। তারা ফ্যাসাদ সৃস্টি করল। তাই ফেরেশতারা তাদের ধংস করে দিল। সেখানে কয়েকজন পালি বেচেছিল। শয়তানও বেচেছিল। পরে শয়তানকে তারা বেহেস্তে নিয়ে গিয়েছিল।
  
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

জ্বীন আর শয়তান এক নয়,  জ্বীন ভালো খারাপ ২ টাই হতে পারে, যারা মানুষের ক্ষতি করে, আল্লাহ্‌ বিরুদ্ধ নিয়ে যায় তারা শয়তান,  মুলত এটি ইবলিশ জাতিরাই করে থাকে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

জ্বীন আর শয়তান একই। যেটি ভাল থাকে জ্বীন বলা হয় এবং যারা খারাপ তাদেরকে শয়তান বলা হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আল্লাহ জ্বীনকে সৃষ্টি করেছিলেন আগুনের শিখা থেকে। এবং ইবলিস ছিল জ্বীনদের সরদার। কিন্ত আল্লাহর অবাধ্যতার কারনে আযাযিল বা ইবলিস নামক জিনকে শয়তান বলা হয়েছে। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এরপর আকার-অবয়ব তৈরি করেছি। এরপর আমি ফেরেশতাদেরকে বলেছি-আদমকে সিজদা কর তখন সবাই সিজদা করেছে, কিন্তু ইবলীস সিজদা কারীদের অন্তর্ভুক্ত ছিল না। আল্লাহ বললেন, আমি যখন নির্দেশ দিয়েছি, তখন তোমাকে কিসে সিজদা করতে বারণ করল? ইবলিস বা শয়তান বললঃ আমি তার চাইতে শ্রেষ্ঠ। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন এবং আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে। ইবলিস একসময় আল্লাহর ইবাদত করে ফেরেশতাদের সরদার হয়ে গিয়েছিলেন। কিন্ত, আল্লাহর অবাধ্য হয়ে শয়তান হয়ে গেছে৷ জ্বীন ও শয়তান একই। শুধু এদের মধ্যে পার্থক্য হচ্ছে, শয়তান মানুষকে ধোঁকা দেয়, জ্বীন মানুষকে ধোঁকা দেয়না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

জিন ও শয়তান একই শ্রেণীভুক্ত। পবিত্র কুরআনে আল্লাহ বলছেন, আমি যখন ফেরেশতাদেরকে বললাম, তোমরা আদমকে সেজদা করো। তখন সকলেই সেজদা করলো। কিন্তু একমাত্র ইবলিস সেজদা করলো না। সে ছিলো জিন সম্প্রদায়ভুক্ত। সূরা কাহফ ৫০। হাসান বসরী রহ. বলেন, ইবলিস ফেরেশতাদের শ্রেণীভুক্ত ছিলো না। সে ছিলো জিন সম্প্রদায়ভুক্ত। তাফসীরে ইবনে জারীর। তাফসীরে ইবনে কাসীর ৫/১৬৭

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ