শরীর যদি নাপাক না থাকে, তাহলে অযু হবে। কারণ অযু ও গোসলের সম্পর্ক আভ্যন্তরীণ নাপাকির সঙ্গে।আর কাপড়ের নাপাকি হল বাহ্যিক।তাই কাপড় নাপাক থাকলেও অযু সহিহ হবে।কোর‌আনে অযু - গোসলকে আভ্যন্তরীণ নাপাকির পবিত্র কারী সাব্যস্ত করে বলা হয়েছে,(আল মায়িদাহ ৬)

হে মুমিনগণ, যখন তোমরা নামাযের জন্যে উঠ, তখন স্বীয় মুখমন্ডল ও হস্তসমূহ কনুই পর্যন্ত ধৌত কর এবং পদযুগল গিটসহ। যদি তোমরা অপবিত্র হও তবে সারা দেহ পবিত্র করে নাও এবং যদি তোমরা রুগ্ন হও, অথবা প্রবাসে থাক অথবা তোমাদের কেউ প্রসাব-পায়খানা সেরে আসে অথবা তোমরা স্ত্রীদের সাথে সহবাস কর, অতঃপর পানি না পাও, তবে তোমরা পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে নাও-অর্থাৎ, স্বীয় মুখ-মন্ডল ও হস্তদ্বয় মাটি দ্বারা মুছে ফেল। আল্লাহ তোমাদেরকে অসুবিধায় ফেলতে চান না; কিন্তু তোমাদেরকে পবিত্র রাখতে চান এবং তোমাদের প্রতি স্বীয় নেয়ামত পূর্ণ করতে চান-যাতে তোমরা কৃতজ্ঞাতা প্রকাশ কর।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

শরির পাক থাকলে আর নাপাক কাপড় পড়লে শরিরো নাপাক হয়।আর আপনি জানতেছেন যে নাপাক এরপড়ো আপনি যদি অজু করেন তাহলে তো আর কি।আপনি এখন মোরট সাইকেলে তেল না দিয়ে পানি দিয়ে চালাতে চান তা কি আর হবে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ