ধরুন, দোকানি একটা কাপড়ের দাম ১০০০ চাইলে আপনি দিতে চাইবেন ৫০০ টাকা...দোকানি তখন কিছু একটা আপনাকে শোনাবে, তখন আপনি বলবেন, আমি আমার বাজেটের ভিতরেই দাম বলেছি এর বাইরে নিতে পারবোনা...দোকানি যদি নাও দেয় আর আপনার যদি কাপড়টা খুব ভালো লাগে তবে আর এক দুইশো টাকা বাড়িয়ে দাম বলুন এতে কম ঠকবেন....

নোট: কাপড় কিনতে গিয়ে ঠকতে কিংবা দামাদামি করতে না চাইলে একদামের দোকানগুলোতে শপিং করুন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

যে ভালো দামাদামি করতে পারে তার সাথে কয়েক দিন মার্কেটে যান।কিছু দিন পর আপনার ও দামাদামি করার ব্যাপারে ধারণা হবে।তখন আপনি ও দামাদামি করে কাপড় কিনতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ