আমি এবারকার HSC examar। আমি জানতে চাই ,খাতা দেখা সম্পর্কে। ধরেন আমার রসায়ন বিষয় আছে। রসায়ন ১ম পত্র ও ২য় পত্র। আমাকে কি লিখিত দুটতেই পাশ করতে হবে ?? তবে আমার কথা এই যে যদি দুটোতে পাশ করতে হয় তবে রেজাল্ট তো একটি আসে ,দুই বিষয় যোগ করে। তবে রসায়ন ১ম পত্র ও ২য় পত্র আলাদা পাশ করতে হবে কেনো ?
Share with your friends
ArfanAli

Call

সকল বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা হবে কিনা তা নিশ্চিত বলা যাচ্ছে না। তবে এবার অভিন্ন প্রশ্নেই পরীক্ষা হবার সম্ভাবনা বেশি। একটা পরীক্ষা হলেই বুঝতে পারবেন অভিন্ন প্রশ্নে হবে নাকি ভিন্ন প্রশ্নে হবে। ১ম পত্র এবং ২য় পত্রে আলাদাভাবে পাশ করতে হবে না। ১ম পত্র এবং ২য় পত্র একটাই বিষয়। রসায়ন ১ম পত্র এবং ২য় পত্র মিলে পাশ হবেন। উভয়পত্র মিলে সৃজনশীলে পাশ মার্ক ৩৩ , MCQ তে পাশ মার্ক ১৬/১৭ এবং ব্যবহারিকে পাশ মার্ক ১৬/১৭

Talk Doctor Online in Bissoy App

অভিন্ন প্রশ্ন পদ্ধতিতেই এইবারের এইচ এস সি পরিক্ষা অনুষ্ঠিত হবে। সূত্রঃ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। লিংকঃ https://m.youtube.com/watch?feature=share&v=0CPNRa-u2Oo

Talk Doctor Online in Bissoy App