১/স্বপ্নে কোনো প্রিয় বস্তুটি চুরি হতে দেখার মানে কি ? ২/স্বপ্নে নিজের টাকা ব্যাগ থেকে পরে যাওয়া ও পরবর্তীতে তা কুড়িয়ে তোলার মানে কি ?
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আমাদের Subconscious Mind বা অবচেতন মন যে কি করে বা কি ভাবে সেটা আমাদের নিজেদেরই জানা নেই। স্বপ্ন প্রকৃত পক্ষে আমাদের অবচেতন মনের খেলা বলা চলে। 

কাজেই এমন কোন ব্যাখ্যা দেওয়া সম্ভব না যে আপনি অমূক স্বপ্ন দেখেছেন তাই আপনার অমূক ঘটনা ঘটবে। 

কাজেই আপনি যা দেখেছেন সেটার বিশেষ কোন বিজ্ঞান সম্মত ব্যাখ্যা নেই। হয়ত মানসিক দুশ্চিন্তাই এর মূল কারণ। তাই চিন্তা না করে সাবধানতা অবলম্বন করতে পারেন।


আর যদি ইসলামিক ব্যাখ্যা দেই তাহলে বলতে হয় কারো স্বপ্ন যদি ভাল হয় তাহলে সেটা মানা যাবে। মানে শরীয়ত সম্মত কিছু দেখলে সেটা Accepted. কিন্তু আজেবাজে কিছু দেখলে ধরে নিতে হবে সেটা শয়তানের উসকানি টাইপের কিছু। আর  আমার জানা মতে সাধারণ মানুষের স্বপ্ন নিয়ে কোন ভবিষ্যৎ বাণী করা করা উচিৎ হবে না। 

শুধু মাত্র নবী রাসূলগণের স্বপ্ন ছিল তাদের জন্য আল্লাহ্‌র পক্ষ থেকে বার্তা ।

কাজেই ইসলাম মোতাবেক বিচার করলে যেটা দাড়াচ্ছে সেটা হল আপনি 2 টি সাধারণ ঘটনা দেখেছেন যেগুলো আমাদের অনেকের সাথেই বাস্তবে ঘটে থাকে। কাজেই আপনি সাবধানে চলতে পারেন এ ধরণের ঘটনা এড়ানোর জন্য।


ধন্যবাদ। 


(আমার সীমিত জ্ঞান অনুযায়ী উত্তর দিলাম। ভুল কিছু বলে থাকলে ক্ষমাপ্রার্থী)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ