ড্রেনেরটি যদি এমন হয় যে, তার পাশ দিয়ে নিয়মিত মানুষের যাতায়াত ব্যবস্থা আছে। তাহলে এমন ড্রেনে ইস্তিন্জা করা অনুচিত। আর যদি ড্রেনটি এমন না হয়। তাহলে পেশাব করার অনুমতি আছে। অর্থাৎ এমন স্থানে প্রস্রাব-পায়খানা করা, যেখানে বসলে মানুষ দেখে না। আওয়াজ শোনে না এবং দুর্গন্ধ মানুষের নাকে আসে না। -সুনানে তিরমিজি, হা. নং ২০, সুনানে আবু দাউদ, হা. নং ২

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ