না ! তবে আপনি কাজা আদায় করতে পারেন ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

না, আপনি মাগরিবের নামাজ ওয়াক্তের আগে আদায় করতে পারবেন না। তাছাড়া, কাজের জন্য কেন আপনি নামাজ আদায় করবেন না? প্রত্যেক ওয়াক্ত নমাজই সময় মত আদায় করতে হবে। তবে মুসাফির হলে সেটার কথা ভিন্ন। আপনি এমন কোনো কাজে নিয়োজিত হন, আর যাই করেন না কেন, নামাজ আপনাকে ওয়াক্ত মতোই আদায় করতে হবে। এ ব্যাপারে মহান আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে বলেছেনঃ "সেসব মুমিন সফল হল, যারা নিজেদের সালাতে বিনয়াবনত (ওয়াক্ত মত নামাজ আদায় করে)" (সুরা মু’মিনুন, আয়াত নং ১-২) 

জনাব! পবিত্র কুরআনে ১-২ বার নয়, বরং ৮২ বার নামাজের কথা বলা হয়েছে। অথচ, আমরা সবাই নামাজই সময় মত আদায় করি না। এমনকি! হাশরের ময়দানে নামজের হিসাবই আগে নেয়া হবে। তাই, আপনার যত কাজই থাকুক না কেন, ওয়াক্ত মত নামাজ আদায় করার চেষ্টা করুন। বিশেষ করে, মাগরিবের নামাজ। এ ওয়াক্তে বিলম্ব করা একেবারেই ঠিক না এবং ওয়াক্ত শুরু হওয়ার আগেও এ নামাজ আদায় করা যায় না। আর - উক্ত আয়াত হতে শিক্ষনীয় যে, ওয়াক্ত মতো সালাত আদায় করা একজন মুমিনের বৈশিষ্ট্য।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ