রফাদায়ে ইয়াদাইন করা বা না করা উভয়েই সহীহ হাদিস দ্বারা প্রমাণিত। এজন্যই দেখা যায় হানাফি, মালিকি মাজহাবের(পারস্য, মধ্য ও দক্ষিণ এশিয়া) অনুসারীরা রফাদায়ে ইয়াদাইন করে না, আবার হাম্বলী, শাফিঈ মাজহাবের অনুসারীরা (আরব দেশ) রফাদায়ে ইয়াদাইন করে থাকে। অতএব, উভয়ে একসাথে নামায পড়লে নামাজের কোন ক্ষতি হবে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ