একজন লবণ চাষীই লবণের সঠিক খবর দিতে পারবেন।তাই আপনার উচিৎ ভালো কোন মাওলানা বা মুফতি সাহেবের সাথে পরামর্শ করে সঠিক উত্তর জেনে নেয়া।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনার হিসাব তো পরিস্কার। ২ হাজার টাকা যেহেতু হারাম তবে সে টাকাটা মসজিদে দেয়ার দরকার কি ? এ ক্ষেত্রে করণীয় হলো, ১১ হাজার টাকার মধ্যে হালাল ৯ হাজার টাকা মসজিদে দান করবেন। হারাম ২ হাজার টাকা মসজিদে দান করবেন না। বরং এটা ব্যক্তি সংশ্লিষ্ট হলে মূল মালিককে পৌঁছে দিবেন। সেটা যদি কোনো ক্রমেই সম্ভব না হয় তাহলে উপযুক্ত দরিদ্রকে দান করে দিবেন। হারাম টাকার খাত আদৌ মসজিদ নয়। হারাম টাকা মসজিদে দান করলে গুনাহ হ ওয়ার আশঙ্কা রয়েছে। সারকথা, আপনি যদি হালাল হারাম মিশ্রিত করে মসজিদে টাকা দান করেন তবে শুধু হালাল টাকার সাওয়াব পাবেন। হারাম টাকার সাওয়াব পাবেন না। বরং এ হারাম টাকা মসজিদে দান করার কারণে গুনাহের সমূহ আশঙ্কা রয়েছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

হারাম টাকা মূল মালিকের কাছে ফেরত দেয়া উত্তম। যদি না দেয়া যায় তাহলে সে হারাম টাকা মসজিদে দান করা যাবে না।


ইবনু উমর (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ পবিত্রতা ছাড়া নামায কবুল হয় না। আর হারাম উপায়ে প্রাপ্ত মালের সাদকাও কুবুল হয় না।

হারাম দুই হাজার টাকা মূল মালিকের কাছে ফেরত দিয়ে তওবা করুন। আর বাকি টাকা মসজিদে দান করলে সওয়াব পাবেন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ