Junait

Call

ডাচ বাংলা ব্যাংক, সোনালি ব্যাংক, ব্রাক ইত্যাদি

ব্যাংক গুলো প্রকাশ্যেই সুদের কারবার করে, এটা

তাদের লেনদেনের নীতিমালায় ও অন্তভূর্ক্ত এবং

ব্যাংক গুলোর কর্তৃপক্ষ স্বীকার করে যে তারা সুদের

কারবার করে। সুতরাং,  এ ধরনের ব্যাংক গুলোর

অর্জিত অর্থ বা লাভ হারাম (কারণ সুদ হারাম)।

কোনো ভাবেই হালাল করতে পারবেন না। 

সমাজে একটি ভুল ধারনা ও রয়েছে যে, সুদের

কারবার করা যাবে কিন্তু সুদের টাকা নিজে খরচ

না করে সওয়াবের উদ্দেশ্য ছাড়া দান করা যাবে।

কিন্তু এটা সম্পূর্ণই ভুল।  আল্লাহ, কোরআন শরীফে

পরিস্কার ভাবে বলেছেন, সুদের নিকটবর্তী হইও না।

সুতরাং,  আপনি সুদের অর্থ নিজে না নিলেও পরোক্ষ

ভাবে সুদের কারবারকে উৎসাহিত করছেন। 

অতএব, উক্ত ব্যাংক গুলোতে লেনদেন করা যাবে না।

তবে, এমন অ্যাকাউন্টে খুলতে পারেন যেখানে কোনো

লভ্যাংশ দেওয়া হয় না, শুধুই মুলধন লেনদেন হবে।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ