Call

যেই টাকা যেখানে মানত করছেন সেটা সেখানেই দিলে ভালো হবে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

মসজিদে মান্নত করা সহি নয়। অর্থাৎ এভাবে বলা যে, আমার অমুক কাজ হলে বা রোগ ভালো হলে মসজিদে এতটাকা দেব" এমন মান্নত হয়না বরং তা সাধারণ সদকা করার ওয়াদা হয়।তাই ঐ টাকা দিয়ে মাঠের উন্নয়ন মূলক কাজ করা যাবে। তথ্য সূত্র ফাতাওয়ায়ে রাহমানিয়া 2 খন্ড 298পৃঃ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
মসজিদের জন্য টাকা দেয়ার মানত করলে তা মূলত মানত হয় না; বরং নফল দানের নিয়ত হয়। আর এ নিয়ত পূর্ণ করার মধ্যেই সতর্কতা রয়েছে এবং নিয়তকারী সেটা মসজিদের জন্যই দিয়েছে। এখন যদি মসজিদের কোন প্রয়োজন থাকে তাহলে মসজিদের জন্যই সে টাকা ব্যয় করতে হবে। আর যদি প্রয়োজন না থাকে তাহলে ঈদগাহে বা মাদরাসায় ব্যয় করতে কোন অসুবিধা নেই।
তথ্যসূত্র : আদ্দুররুল মুখতার ৩/৭৩৫, আল-বাহরুর রায়িক ৪/৩২১, বাদায়িউস সানায়ে’ ৫/৯৩, ইমদাদুল আহকাম ৩/২৯, ফাতাওয়া দারুল উলূম দেওবন্দ ১২/১২৯
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ