Manik Raj

Call

[]সর্বপ্রথম যখন বিস্ময়ে প্রতিমাসের বিস্ময় গুরুদের জন্য সম্মাননা প্রদান করা হতো তখন সেরা ১-১০ উত্তরকারীকেই 

দেওয়া হতো।

[] প্রথম উত্তরকারীকে ১,০০০ হাজার টাকা বিকাশে সম্মাননা

প্রদান করা হতো,দ্বিতীয়জনক ৫০০ টাকা বিকাশে,তৃতীয়জনকে

২০০  টাকা বিকাশে এবং বাকী সাতজনকে ১০০ টাকা করে

ফ্লেক্সিলোড দিয়ে সম্মাননা প্রদান করা হতো।


[] কোন একসময় সে নিয়মটা পরিবর্তন নতুন আরেক নিয়ম চালু

করা হয়,সেই নিয়মানুযায়ী প্রতিমাসের শুধু মানসম্মত, যথোপযুক্ত

ও সুপ্রযুক্ত উত্তরকারী ১-৬ জনকেই সম্মাননা প্রদান করা হতো।

সেরা উত্তরকাীরে প্রদান করা হতো স্মার্ট ফোন এবং বাকী

ছয়জনে ভালো মূল্যের অন্যান্য পুরুষ্কার সম্মাননা প্রদান করা

হতো।


[] এইগুলো বন্ধ করার অন্যতম কারণ?

[] উত্তর[]

বিস্ময় অ্যানসারস এর মূল উদ্দেশ্য ও লক্ষই হলো

মানুষের নানা ধরণের সমস্যার সমাধান করা দেওয়া,

তো এই রকম একটি  সাইট থেকে কোনদিকে হিসাব করে

বা কিসের উপর ভিত্তি করে উত্তরকারীদের জন্য প্রতিমাসে

পুরুষ্কার প্রদান করা যায় আপনারাই বলেন...?

যে সাইট থেকে মানুষ তাঁর যেকোনো সমস্যার সমাধান প্রশ্ন

করার মাধ্যমে পেতে পারে সেইরকম একটি একটি সাইট থেকে

প্রতিমাসের বিস্ময় গুরুদের জন্য কোনকিছু সম্মাননা করার

কোনো কারণ দেখিনা বা  মানেই হয়না।

এছাড়াও বিস্ময় অ্যানসারস থেকে কোনো টাকা ইনকাম

করেননা বিস্ময়ের প্রশাসক সাহেব।


[] ভবিষ্যতে বিস্ময় অ্যানসারস থেকে উত্তর প্রদান করার

মাধ্যমে প্রতিমাসে কোনো সম্মাননা প্রদান করার ব্যবস্থা চালু

করা হবে কি?

[] উত্তর []

ভবিষ্যতে চালু করার কোনো সম্ভাবনা নাই বললেও

চলে।তবে,প্রশাসক চাইলে যেকোনো সময় চালু করতে পারেন

নিয়মটি। ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ