তাদের কথা ঠিক নয়। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসে আসরের পর পড়াশোনা করতে নিষেধ করা হয়নি। আসরের পর যেহেতু আলোর স্বল্পতা থাকে, তাই পূর্বেকার ডাক্তার ও বুযুর্গগণ আছরের পর লেখা পড়া করতে অনুৎসাহিত করতেন, যেন স্বল্প আলোর কারণে চোখের ক্ষতি না হয়। এখন যেহেতু বৈদ্যুতিক বাতির কল্যাণে চোখের ক্ষতি হবার আর আশংকা নেই, তাই নিষেধাজ্ঞার হেতুও আর অবশিষ্ট নেই।

সূত্র: আন-নুখবাতুল বাহিয়্যা: ১১৫, আল-লু’লু’ল মারসূ’: ১৭৩, আল-যিদ্দুল হাসীস: ২১৯
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ