Call

যেকোন ওয়াক্ত ফরয নামায পড়ে সুন্নাত নামায পড়ার জন্য নতুন করে জায়নামাযের দোয়া পড়তে হবে না। এমন কি ফরয নামাযের আগেও পড়তে হবেনা। কেননা, নামাযের আগে জায়নামাযে দাঁড়িয়ে এই দোয়া পড়া, আল্লাহুম্মা ইন্নি ওয়াজ্জাহতু ওয়ায হিয়া লিল্লাযি ফাতারাস সামা ওয়াতি ওয়াল আরদ হানীফা ওমা আনা মিনাল মুশরিকীন। শরীয়তের কোন দলীল দ্বারা প্রমাণিত নয়। মুলতঃ জায়নামাযের দোয়া বলতে শরীয়তে কিছু নেই। অবশ্য উপরোক্ত দোয়াটি রাসুলুল্লাহ (সাঃ) কখনো তাহাজ্জুদের নামাযে তাকবীরে তাহরীমার পর সানার স্থানে পড়তেন বলে প্রমাণিত আছে। যেমন, আলী (রাঃ) থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সাঃ) যখন (রাতের বেলা নামাযে) দাঁড়াতেন তখন (তাকবীরে তাহরীমার পর) বলতেন, ওয়াজ্জাহতু ওয়ায হিয়া লিল্লাযি ফাতারাস সামা ওয়াতি ওয়াল আরদ হানীফা ওমা আনা মিনাল মুশরিকীন। (মুসলিমঃ ১৬৮৫)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি তো ফরয নামাযের আগে একবার দোয়া পাঠ করেছেন তাই আর নতুন করে দোয়া পাঠ করতে হবে না। দোয়া পাঠ না করেই সুন্নাত নামায আদায় করতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ