শেয়ার করুন বন্ধুর সাথে
Call

পুবে'র স্বামী তালাক না হওয়া পয'ন্ত দিয়ে অন্য কাউকে বিয়ে করা ইসলামিক শরীয়ত সন্মত নয়। আগের স্বামী থাকতে অন্যত্রে বিয়ে করা নাজায়েজ।


মহান আল্লাহ যে সকল মহিলাকে বিবাহ করা হারাম বলেছেন, তার মধ্যে একজন হল বিবাহিত মহিলা, যে কোন স্বামীর বিবাহ বন্ধনে বর্তমানে সংসার করছে এবং তালাক হয়নি। মহান আল্লাহ বলেছেন,


“নারীদের মধ্যে তোমাদের অধিকারভুক্ত দাসী ব্যাতিত সকল সধবা তোমাদের জন্য নিষিদ্ধ, তোমাদের জন্য এ হল আল্লাহ্‌র বিধান। উল্লেখিত নারীগণ ব্যাতীত আর সকলকে বিবাহ করা তোমাদের জন্য বৈধ করা হল; এই শর্তে যে, তোমরা তাঁদেরকে নিজ সম্পদের বিনিময়ে বিবাহের মাধ্যমে গ্রহণ করবে, অবৈধ যৌন সম্পর্কের মাধ্যমে নয়।” (নিসাঃ ২৪)


বলা বাহুল্য একজনের স্ত্রী অবস্থায় থাকাকালে অন্যের সাথে বিবাহ বন্ধনই শুদ্ধ হবে না, কিন্তু অন্ধ প্রেম সেই দম্পতিকে চির ব্যভিচারের নর্দমায় ফেলে রাখে।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

স্বামী যদি স্ত্রীকে তালাকের অধিকার দিয়ে দেয় তাহলে সে নিজের উপর তালাক গ্রহণ করে ইদ্দত পালন শেষে অন্যত্র বিবাহ বসতে পারবে। চাই তার পূর্বের স্বামীকে অবগত করুক চাই না করুক। আর যদি স্বামী তার স্ত্রীকে তালাকের অধিকার না দিয়ে থাকে তাহলে সে কোন ভাবেই অন্যত্র বিবাহ বসতে পারবে না। সে যত বারই বিবাহ বসুক বিবাহ কোনভাবেই সংঘটিত হবে না। এক্ষেত্রে দ্বিতীয় স্বামীর সাথে একত্রে থাকাটা ব্যভিচার হিসেবে গণ্য হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ