প্রায়ই আমার এমন সমস্যা হয় ,এক্ষেত্রে করনীয় কি?
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আপনি যেটাকে তেলেঙা বলছেন সেটা সম্ভবত চোখের ওপরের অংশের কছুটা ফুলে যাওয়া, ব্যাথা হওয়া। এটা বিভিন্ন স্থানে আঞ্চলিক ভাষায় ভিন্ন ভিন্ন নামে ডাকা হয়। এর মূল নাম হলো অঞ্জনী।  এটা হওয়াটা অনেকেরই সমস্যা। আর একবার অঞ্জনী হলে একটা সারলে আরেকটা হতেই থাকে, যা খুবই বিরক্তিকর। আপনিও সম্ভবত এ সমস্যাতেই ভুগছেন।  এর সমাধানে কয়েকদিন চোখে হাত দেয়া বন্ধ রাখুন এবং চোখ পরিষ্কার রাখুন। বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে পার্শ্বপ্রতিক্রিয়াবিহীন অ্যান্টি-জার্মাল ড্রপ ব্যবহার করতে পারেন। তবে খেয়াল রাখবেন ড্রপ যেন পার্শ্বপ্রতিক্রিয়াবিহীন হয়। নাহলে হীতে বিপরীত হতে পারে। আর ব্যাথা কমাতে ৫০০ এমজি প্যারাসিটামল খেতে পারেন।  

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ