অনেক মানুষই আছেন তারা তারাবি নামাজ ৮ রাকআত পড়ে থাকেন, তাদের নামাজ কি কবুল হবে?।


শেয়ার করুন বন্ধুর সাথে

এখন দুইটা দল হয়ে গেছে তাই তারা নিজ নিজ দলিল দেয় তাই আপনার উঃ টা দেবার জন্য একটা কথা বলি শুনেন আপনি মনে করেন বাজার করতে গেলেন তখন যদি আপনার কাছে ৮ টাকা থাকে আর যে জিনিস আপনি কিনেচেন তার দাম ২০ টাকা তখন আপনি কি করবেন, আর যদি ২০ টাকা আপনার পকেটে থাকে জিনিসের দাম আট টাকা হলেয় সমস্যা হবে না, তাই আমি বলি আপনি ২০ রাকাত পরেন কারণ এটা নফল নামায আর ২০ রাততো আপনি এক বার নিয়তে পরতেছেনা ৪ রাত করে পরতেছেন আল্লাহ্ নামে আপনি ২০ রাকাত পড়েন আর সবাইকে পড়তে বলেন কবুল হবে কি হবে না এটা  কেউ বলতে পারবে বলে আমার জানা নেই 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

তারাবির নামায ২০ রাকাত পড়া সুন্নাতে মুয়াক্কাদা আর সুন্নাতে মুয়াক্কাদা আদায় না করলে গুনাহ হয়। সুতরাং বিশ রাকাতই পড়তে হবে। এখন কেও যদি ৮ রাকাত পড়ে তাহলে বাকি বার রাকাত ছাড়ার গুনাহ হবে। আর আট রাকাত আদায় হয়ে যাবে।

আর বিশ রাকাত হওয়ার দলিল নিচের লিংকে দেখুন।






http://m.somewhereinblog.net/mobile/blog/arafatrahman741/30046958

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ