আজ শুনলাম..এশার নামাজের সাথে সাথে নাকি তাহাজ্জুদ আদায় করা যায়।

দ্বিনি ভাইদের বলতেছি উত্তরটা দয়া করে রেফারেন্স সহ দিবেন।আপনার চির কৃতজ্ঞ থাকব।


শেয়ার করুন বন্ধুর সাথে

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

সবসময়ই শেষরাতে তাহাজ্জুদ পড়েছেন।

তাই শেষরাতে পড়াই কর্তব্য। তবে আল্লাহ

কাউকে সোয়াব থেকে বঞ্চিত করতে চান না।

তাই যদি শেষরাতে নিদ্রা থেকে জাগ্রত 

হওয়ার সম্ভাবনা না থাকে, তাহলে এশার 

নামাজের পর এবং বিতরের আগে তাহাজ্জুদ 

নামাজ আদায় করলেও হয়ে যায়। অবশ্য তাহাজ্জুদ 

নামাজ রাত দ্বিপ্রহরের আগে পড়লে সওয়াব 

কম পাওয়া যায়। রাতের শেষাংশে পড়লে 

সওয়াব বেশি পাওয়া যায়। 

হজরত ইবনে আব্বাস (রা.) বলেছেন, 

‘যে ব্যক্তি এশার পর দুই বা ততোধিক রাকাত

 নামাজ পড়ে নেয়, সে হবে তাহাজ্জুদের 

ফজিলতের অধিকারী।’

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ