আমার ফোনে 1.2 GHz Quad Core Processor হওয়ায় 3G নেটওর্য়াক পায়না। এমন কোন উপায় আছে কি যেটাতে GHz বাড়ানো যায়? অথবা 3G নেটওর্য়াক ভালভাবে পেতে কোন উপায় থাকলে দযা করে বললে অনেক উপকৃত হতাম।আমার ফোন রুটেট।ধন্যবাদ।
Share with your friends

না, এমন কোনো উপায় নেই।

প্রসেসর কোনো সফটওয়্যার নয় যে, আপনি ইচ্ছে করলেই পরিবর্তন করতে পারেন।

প্রসেসর মাদারবোর্ডের সঙ্গে সংযুক্ত করে দেওয়া হয়। এটা পাল্টানো সম্ভব নয়। 

আর থ্রিজি পাবে না কেন? প্রসেসরের সঙ্গে তো থ্রিজির সম্পর্ক নেই। থ্রিজির সম্পর্ক হচ্ছে নেটওয়ার্কের সঙ্গে।

আপনারটা তো কোয়াড কোর। বর্তমানে ডুয়েল কোর প্রসেসরেও থ্রিজি পায়। 

কিন্তু মোবাইলে যদি থ্রিজি না থাকে, তাহলে কিছুই করার নেই। 

Talk Doctor Online in Bissoy App