খুব সম্ভবত আপনি যে ওয়াইফাই নেটওয়ার্কটি হ্যাক করেছেন, সেটার রাওটারে ম্যাক ফিল্টারিং করা আছে । যার কারণে আপনি ওয়াইফাই এর পাসওয়ার্ড জেনে কানেক্ট করলেও স্পীড পাবেন না ।

ম্যাক ফিল্টারিং হল এমন একটি ব্যবস্থা যেখানে প্রত্যেকটি ডিভাইসের (কমপিউটার/মোবাইল) ম্যাক এড্রেস দিয়ে ফিল্টারিং করা হয়ে থাকে । এর ফলে রাওটারে যে ম্যাক এড্রেস গুলো দেওয়া থাকবে, শুধু সেগুলোই ইন্টারনেট এক্সেস করতে পারবে ।

এক্ষেত্রে স্পীড বাড়ানোর কোন পথ নেই । যদি আপনি কোনোভাবে রাওটার এর এক্সেস নিয়ে আপনার ডিভাইসের ম্যাক এড্রেসটি সেট করে দিতে পারেন, তাহলে ইন্টারনেট অনায়াসে চালাতে পারবেন ।

Talk Doctor Online in Bissoy App
Call

হ্যাঁ wifi স্পীড বাড়াতে পারবেন আগে জানুন আপনার 

ব্যবহারকৃত wifi কত স্পীডের।

প্রথমে প্লে-স্টোর থেকে  একটি অ্যাপস ডাউনলোড করুন

Router page setup.

ডাউনলোড করে অ্যাপসে ক্লিক করে Open Ruter page এ

ক্লিক করে ২ টি অপশন দেখতে পাবেন। User -Admin

passward -admin দিয়ে অ্যাডমিন প্যানেলে ঢুকে বামপাশে

থেকে অনেক অপশন দেখতে পাবেন সেখান থেকে

"DHCP" অপশন ক্লিক করে, ক্লাইন্ট লিস্টে ক্লিক করলে

wifi টির ব্যবহারকারীর আইপি এড্রেস দেখতে পাবেন

সেখান থেকে আপনার আইপি এড্রেস সিলেক্ট করে কপি 

করে বা,কোথাও লিখে রাখুন। এবার পিছনে এসে বামপাশের

অপশন থেকে Bandwidth Control অপশনে গিয়ে নিচে সাব

অপশনে rules list ক্লিক করে কিছু অপশন দেখতে পাবেন

এড আইপিতে ক্লিক করে - IP -- অপশনের ফাঁকা ঘরে 

আইপি দিয়ে একটি নিচে স্পীড কন্ট্রোল ফাঁকা ঘরে স্পীড

বসিয়ে সাবমিট দিন।

বি:দ্র-উক্ত কাজটি করতে হবে wifi কানেক্ট করে।

Talk Doctor Online in Bissoy App
Call

Wifi Kill এপটি ব্যবহার করতে পারেন 

Talk Doctor Online in Bissoy App