1.2GHz Quad Core Processor এর মানে কি???
Share with your friends

এটার মানে হল ১.২ গিগাহার্জ 

কোয়াড কোর প্রসেসর।

প্রসেসর হল মোবাইলের প্রাণ।

অ্যান্ড্রয়েড মোবাইলে সিঙ্গেল কোর এবং 

ডুয়াল কোরের পর হল কোয়াড কোর।

এটার গতি আগেরগুলোর চেয়ে বেশি।

তবে কোয়াড কোরেরও বিভিন্ন সংস্করণ আছে।

যেমন, ১.২ এর পর হল ১.৩ 

ওইটার গতি আরো বেশি।

মোবাইলের শক্তির ভিত্তি হল প্রসেসর। ...

বর্তমানে অনেক কোম্পানিই

অকটা কোর প্রসেসরের মোবাইল নিয়ে

এসেছে। ওইগুলো আরো সেরা এবং

দ্রুত গতি সম্পন্ন। ...

Talk Doctor Online in Bissoy App
1.2 GHz Quad Core এর মানে হলো আপনার ফোনে চারস্তরবিশিষ্ট প্রসেসর , যার প্রতিটি স্তর প্রতিসেকেন্ডে 1.2 বিলিয়ন মৃদুস্পন্দন দিতে সক্ষম । উল্লেখ্য , মৃদুস্পন্দন যত বেশি হবে ফোন তত দ্রুত কাজ করবে । এজন্য 1.2 GHz প্রসেসর থেকে 1.3 GHz দ্রুত কাজ করবে ।
Talk Doctor Online in Bissoy App