মনে কর, কেউ সালাতে দাঁড়াইছে ৷  ৷ এমন সময়ে ঘরের দরজায় কেউ টুকটাক শব্দ করে ৷ ঘরে অন্য কোনো লোক নেই বা কেউই  দরজা খুলছে না ৷ এহেন অবস্থায় সালাত ছেড়ে দরজা খুলতে যাওয়া কী ঠিক হবে? ইসলামের আলোকে সঠিক উত্তর কি ?
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

না,আপনি নামায ছেড়ে দিয়ে দরজা খুলতে যেতে পারবেন না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

নামাজরত অবস্থায় কিবলা ঠিক রেখে দরজা খুলতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

না আপনি নামাজের জায়গা ত্যাগ করে দরজা খুলতে পারবেন না।যদিও আপনার কেবলা ঠিক থাকে।কিন্তু নামাজের জায়গা থেকে অর্থাৎ নামাজের জায়গা ত্যাগ না করে দরজা খুলতে পারবেন যদি দরজা আপনার কাছে থাকে।কিন্তু আপনি কেবলা পরিবর্তন করতে পারবেন না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ইব্‌নু ‘আব্বাস (রাঃ) বলেছেন, কোন ব্যক্তি তার সালাতের মধ্যে শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ দ্বারা (সালাত সংশ্লিষ্ট কাজে) সাহায্য নিতে পারে। আবূ ইসহাক (রহঃ) সালাত আদায়রত অবস্থায় তাঁর টুপী নামিয়ে রেখেছিলেন এবং তা তুলে মাথায় দিয়েছিলেন। ‘আলী (রাঃ) (সালাতে) সাধারণত তাঁর (ডান হাতের) পাঞ্জা বাম হাতের কব্জির উপরে রাখতেন, তবে কখনো শরীর চুলকাতে হলে বা কাপড় ঠিক করতে হলে করতেন।

সালাতের সময় সামনে হেটে গিয়ে লাইন পূর্ণ করার কথাও হাদিসে উল্লেখ করা আছে। 

যেহেতু সালাত একাগ্রভাবে আদায় করার কথা বলা আছে,আর কেউ দরজা ধাক্কালে একাগ্রতা আর থাকে না।তাই একাগ্রতা রক্ষার্থে দরজা খুলে দেওয়া যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

নফল নামাজরত অবস্থায় নামাজে দাঁড়ানোর পরে কেউ দরজায় আসলে নামাজ ছেড়ে দরজা খুলতে যাওয়া ঠিক হবে।


আয়িশা (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি যখন আসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নামাজ আদায় করছিলেন। এ সময় ভিতর হতে ঘরের দরজা আটকানো ছিল। তিনি নামাজরত অবস্থায় হেঁটে এসে আমার জন্য দরজা খুলে দিলেন। তারপর তিনি নিজের জায়গায় ফিরে আসলেন। দরজাটি কিবলার দিকে ছিল।

(সূনান আত তিরমিজি, হাদিস নম্বরঃ ৬০১)

[ক্ষেত্রটি নফলের ক্ষেত্রেই অধিকতর প্রযোজ্য। কেননা তা অধিক দীর্ঘতর হয়ে থাকে। আবদুল্লাহ ইবনে শাকীক (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একদা আমি আয়েশা (রাঃ) এর কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নফল সালাত সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, তিনি দীর্ঘ রাত্রি দাঁড়িয়ে কিংবা দীর্ঘ রাত্রি বসে সালাত আদায় করতেন।]

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ