শেয়ার করুন বন্ধুর সাথে
Call

প্রসিদ্ধ মাজহাব চারটি। (১) ইমামে আযম ইমাম আবু হানিফা। হানাফি মাজহাব। (২) মালিক ইবনে আনাস। মালিকি মাজহাব। (৩) আবু আবদিল্লাহ মুহাম্মাদ ইবন ইদরিছ আল-শাফি। শাফেয়ী মাজহাব। (৪) ইমাম আহমদ বিন মুহাম্মাদ বিন হাম্বল আবু আবদুল্লাহ আল-শাইবানী। হাম্বলি মাজহাব। এই প্রসিদ্ধ চার মাজহাবকে দুইভাবে প্রকাশ করে থাকি। (১) হানাফি মাজহাব। যারা রাফউল ইইয়াদাইন করেনা, নাভির নীচে হাত বাঁধে, তারাবীহ বিশ রাকাআত এবং আস্তে আমিন বলার পক্ষে। (২) মুহাম্মাদি মাজহাব। যারা রাফউল ইইয়াদাইন করে, বুকের উপর হাত বাঁধে, তারাবীহ আট রাকাআত এবং জোড়ে আমিন বলার পক্ষে। এজন্য বলতেই হয় মুহাম্মাদি মাজহাবে সালাতে হাত বাধাঁর নিয়ম বুুকের উপর।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ