Call
আপনি যেহেতু ইমামের ইক্তিদা করেছেন, তাই তার অনুসরনার্থে সবই পড়তে হবে। 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ইমামের সাথে শেষ রাকাতে দাখিল হলে শুধু তাশাহুদ পড়তে হবে।

দরূদ শরীফ বা দোয়া মাসূরা পড়তে হবে না।

শেষ রাকাত পাইলে বাকি তিন রাকাত পড়তে হবে।

আর শেষ রাকাত না পেলে চার রাকাত পড়তে হবে।

যেহুত তিন রাকাত পেয়েছেন তাই, ইমাম দুই সালাম ফিরানোর

পর দাঁড়িয়ে প্রথমে সানা, তায়াউজ ও বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা ও অন্য সূরা

মিলিয়ে প্রথম রাকাত পূর্ণ করে বৈঠক করবেন। তাতে শুধু

তাশাহুদ পড়বেন। দরূদ ও দুআয়ে মাসূরা পড়বেন না।

তারপর আবার দাড়িয়ে সূরা ফাতিহা ও তার সাথে সূরা

মিলিয়ে রাকাত পূর্ণ করবেন। কিন্তু শেষ রাকাত পড়ার সময়

শুধু সূরা ফাতিহা পড়বে সাথে সূরা মিলাবেন না। এভাবে শেষ

রাকাত পূর্ণ করে আখেরী বৈঠক যথা নিয়মে পূর্ণ করে সালাম ফিরাবেন।

প্রামান্য গ্রন্থাবলী:

১. ফাতওয়ায়ে শামী-২/২২০-২২১

২. ফাতওয়ায়ে আলমগীরী-১/৯১

৩. আল বাহরুর রায়েক-১/৮৭৫

৪. ফাতওয়ায়ে তাতারখানিয়া-১/৫৫৯

তথ্যসূত্র

১-ফাতওয়া আলমগীরী-১/৯১

২-ফাতওয়া শামী-২/৩৪৭

৩-আল বাহরুর রায়েক-১/৩৫৬

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ