শেয়ার করুন বন্ধুর সাথে
AbulBasher

Call

চুল পরা বন্ধ করতে হলে পেয়াজ এর রস চুলের গোড়ায় ভালো করে লাগিয়ে ১০ মিনিট রাখুন l নিয়মিত ব্যবহার করলে অবস্যই নতুন চুল গজাবে খুসকি থাকলে সেটাও কমবে l মাসে ২ বার হেনা করুন l হেনা করতে হেনা,১ টা ডিম,চায়ের লিকার,লেবুর রস,মেথির গুড়া একসাথে মিক্স করে লাগিয়ে রাখুন ২/৩ ঘন্টা l তবে এতে কালার হবে তাই চাইলে অয়েল লাগিয়ে তারপর লাগাতে পারেন l আর এন্টি- ডেনড্রাফ শ্যাম্পু চুল রুক্ষ করে এবং কোনো কোনো ক্ষেত্রে চুল পরার হার বারে ল তাই কোনো মাইল্ড হারবাল শ্যাম্পু ব্যবহার করুন l নিয়মিত অয়েল মেসেজ করুন অয়েল চুলের জন্য খুবই জরুরি এতে রক্ত সঞ্চালন ভালো হয় তাই চুলের গ্রোথ বাড়ে l তবে অয়েল অবস্যই রাতে লাগাবেন l পারলে নারিকেল তেল,মেথি,আমলকি একসাথে ফুটিয়ে ফ্রিজে রাখুন এটি নিয়মিত লাগান l তবে লাগানোর আগে গরম করে নিবেন l বেশি করে পানি,শাক-সবজি,ফল খান l চিন্তা মুক্ত থাকুন,পরিমিত ঘুমান।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ