শেয়ার করুন বন্ধুর সাথে
Call

খাজনা ও দামের মধ্যে পার্থক্য নিচে আলোচনা করা হলো। ১. কোনো উৎপাদনকে যে ন্যূনতম দামে কাজে নিযুক্ত করানো যায়, তা অপেক্ষা যে উদ্বৃত্ত পারিশ্রমিক পায়, তাকেই খাজনা বলে। অপর পক্ষে, অর্থের দ্বারা কোনো দ্রব্যের মূল্য প্রকাশ করা হলে তাকে দাম বলে। ২. খাজনা নির্ধারিত হয় খরচের উদ্বৃত দ্বারা। একে উদ্বৃত আয়ও বলা যায়। দাম নির্ধারিত হয় দ্রব্যের চাহিদা ও জোগানের ক্রিয়া-প্রতিক্রিয়া দ্বারা। ৩. মোট খাজনা ও নিট খাজনা—দুই প্রকার খাজনা রয়েছে। চাহিদা দাম ও জোগান দাম—দুই প্রকার দাম রয়েছে। ৪. রিকার্ডোর মতে, খাজনা দামের মধ্যে অন্তর্ভুক্ত নয়। আধুনিক অর্থনীতিবিদেরা মনে করেন, খাজনা দামের মধ্যে অন্তর্ভুক্ত থাকে। ৫. খাজনা ধারণাটি দাম অপেক্ষা সংক্ষীর্ণ। অপর পক্ষে, দাম ধারণাটি খাজনা অপেক্ষা প্রসারিত।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ