আমি বিবাহিত। আমি ও আমার স্ত্রী দুজনেই সন্তান নিতে আগ্রহী। আমরা আট মাস যাবত কোন প্রটেকশন নিচ্ছি না। কিন্তু আমার স্ত্রী এখন গর্ভবতী হয়নি। আমার বীর্য পরীক্ষা করে দেখা গেছে Aligozoospermia (14 million /mL). ডাক্তার জানিয়েছে এটা সাময়িক। তবে নিদ্রিষ্ট করে বলেনি। সমস্যা আমার স্ত্রীর নাকি আমার। আমার স্ত্রীর এখনো টেস্ট করা হয়নি। আমি জানতে চাই Aligozoospermia (14 million /mL) এর কারনেই কি আমার স্ত্রী গর্ভবতী হতে পারছে না ? Aligozoospermia এর চিকিৎসা ও ঔষধ সম্পর্কে বলবেন প্লিজ।
Share with your friends

হ্যাঁ, এই জন্যই আপনার স্ত্রী গর্ভবতী হচ্ছে না। গর্ভধারন এর জন্য নূন্যতম 20 million /ml শুক্রাণু থাকতে হবে। শুক্রাণু বৃদ্ধির জন্য আপনে অবশ্যয় একজন ভাল যৌন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। আপনে হামদার্দ এর মাজুন আরদে খোরমা এটাও খেতে পারেন।

Talk Doctor Online in Bissoy App