উত্তর যেন আনুমানিক ১.৫-২ পৃষ্ঠা আকারের হয়


শেয়ার করুন বন্ধুর সাথে
talukdernbt

Call

উদ্ভিদদেহের যৌন প্রজননকেই উদ্ভিদদেহের নিষেক বলা হয়। নিষেক ডিম্বাণুকে বিভাজিত হতে উদ্দীপ্ত করে। এছাড়াও ডিম্বাণুকে  এটি সুনির্দিষ্ট মেরুর মধ্যে স্থির রাখে। ডিপ্লয়েড চরিত্র ফিরিয়ে প্রোটিন সংশ্লেষণ করতে ও বিপাকীয় হার বৃদ্ধি করতে নিষেক সাহায্য করে। জাইগোটের মধ্যে নতুন জিন সৃষ্টি করতেও নিষেক সাহায্য করে থাকে। নিষেকের পর ডিম্বকটি বীজে এবং গর্ভাশয় ফলে পরিণত হয়, যেগুলোর সাহায্যে উদ্ভিদ পরবর্তীতে বংশবৃদ্ধি করে থাকে। সার্বিক বিবেচনায় নিষেকের গুরুত্ব অপরিসীম। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ