মহান মুক্তিযুদ্ধের সময় বর্তমানের ন্যায় উন্নত যোগাযোগ ব্যবস্থা বা প্রযুক্তি ছিল না। সামান্য যোগাযোগের জন্য প্রচুর কষ্ট হত এবং শেষে তা সফল হতেও সন্দেহ থাকত।  মুক্তিযুদ্ধের সময় যোদ্ধারা মূলত রেডিওর সংকেতের মাধ্যমে যোগাযোগ করত। বিশেষ কোনো রেডিওতে কোনো গান বা সংবাদের কোনো বাক্যে গুপ্তভাবে সংকেত থাকত যার ফলে অন্যরা বুঝতে পারত না।  এর উদাহরণ আছে ১৩ই আগস্ট আকাশবাণী রেডিওতে পঙ্কজ মল্লিকের গাওয়া আমি তোমায় যত শুনিয়েছিলাম গানটি বেজে উঠলে মুক্তিযোদ্ধারা সংকেত পায়। এর ফলে ১৫ আগস্ট একটি নৌ দল পাকবাহিনীর বন্দরে মাইন লাগিয়ে তুমুল বিস্ফোরণে জাহাজ ডুবিয়ে দেয়। এভাবে বহু কষ্টে একেকটি ছোট সংকেত প্রদান করা হত।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ