সোশ্যাল সাইন্স মতে , যদি কোন অপ্রাপ্তবয়স্ক কিশোরদের দ্বারা সমাজে বিদ্যমান মূল্যবোধ ও নিয়মনীতি বিরোধী কাজ সংঘটিত হয় ,তখন তাকে কিশোর অপরাধ বলে । কিশোর অপরাধের কারণ গুলো হলো:

  • সমাজে বিদ্যমান, হতাশা, নৈরাজ্য।
  • শহরে অপরাধ মূলক পরিস্থিতিতে কিশোরদের অশিক্ষা ও মানবেতর জীবনযাপন।
  • পরিবার ও পিতামাতার দাম্পত্য কলহ ।
  • পারিবারিক অস্থিতিশীলতা ও অসম্প্রীতি
  • চরম দারিদ্র্য ও পিতামাতার অবহেলা ।
  • অতিরিক্ত শাসন, রক্ষণশীলতা ও বাবা-মার পরস্পরবিরোধী মানসিকতা ।
  • স্বার্থপর ও ফন্দিবাজ রাজনীতিবিদ কর্তৃক কিশোরদের পিকেটিং-এ শিশু কিশোর দের ব্যবহার, 
  • সামাজিক, ধর্মীয় ও নৈতিক শিক্ষার অভাব এবং, অপসংস্কৃতির অনুপ্রবেশ ইত্যাদি ।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ