শেয়ার করুন বন্ধুর সাথে

না কোন সমস্যা হবে না। বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের এলার্জি থাকে। কারো কারো খাদ্য এলার্জি থাকে। খাদ্য এলার্জি থাকলে তাদের বিভিন্ন ধরনের খাবার খেতে নিষেধ করা হয় যেগুলো খেলে এলার্জি দেখা দেয় ।কিছু বিশেষ খাবার এলার্জিজনিত ব্যক্তিদের এড়িয়ে চলতে হয় । তবে সেগুলো তখনই জানতে পারবে যখন সে ব্যক্তিটি একবার হলেও সে খাবার খেয়ে দেখবে । আজ পর্যন্ত এমন কোনো রিপোর্ট পাওয়া যায়নি যে কালোজিরা খেলে এলার্জি দেখা দেয় কারো । অপরদিকে কালোজিরা এলার্জির জন্য ভালো। কালোজিরার মধ্যে এলার্জি বিরোধী এন্টিজেন থাকে যা কারো এলার্জি কমাতে সক্ষম। তাই এলার্জি থাকলে নিয়মিতখেলে ক্ষতি হওয়ার আশঙ্কা নেই বরং উপকার বটে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ