এলার্জি থাকলে অর্শগন্ধা সেবনে কোন প্রবলেম নেই। কিন্তু আপনার যদি দুধে এলার্জি থাকে তো সেই ক্ষেত্রে প্রব্লেম হতে পারে।

কোন খাদ্য গ্রহণ করার পর যদি সেই খাদ্য দ্বারা কোন এলার্জি হয়ে থাকে তো সেটাকেই ফুড/খাদ্য  এলার্জি বলে।


আপনি আগে শিওর হয়ে নিন যে দুধে আপনার এলার্জি আছে কি নেই।

যদি না থাকে তো দুধ ও অর্শগন্ধা সেবনে কোন প্রবলেম হবে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ